Sunday, August 31, 2025

চাকুরির কাঠামোতেই রয়েছে মূল সমস্যা

 চারদিকে আন্দোলন আর আন্দোলন। সমাধান কোথায়?

আমার ক্ষুদ্র জ্ঞানে যা উপলব্ধি করি, তা হলো—আমাদের দেশের চাকুরির কাঠামোতেই রয়েছে মূল সমস্যা

👉একজন কৃষিবিদ হচ্ছেন পরমাণু গবেষণা কেন্দ্রের প্রধান,

👉একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার হচ্ছেন ব্যাংকার,

👉বিবিএ বা ব্যবসায় প্রশাসনের ছাত্র হচ্ছেন পুলিশ ক্যাডার,

👉সমাজবিজ্ঞানের শিক্ষার্থী হচ্ছেন হিসাবরক্ষক



এতটা বিশৃঙ্খল অবস্থা কীভাবে একটি দক্ষ জনশক্তি গড়ে তুলবে?

এ দেশের চাকরি কাঠামোতে যদি ডিগ্রি ভিত্তিক খাত নির্ধারণ করা যেত—অর্থাৎ যার যে বিষয় নিয়ে পড়াশোনা, সেই অনুযায়ীই তার পেশা নির্ধারিত হতো, তাহলে হয়তো জাতীয় উন্নয়ন আরও দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে যেত

🎓কৃষিবিদ কৃষিক্ষেত্রে কাজ করতেন,

🎓ইঞ্জিনিয়ার হতেন অবকাঠামো উন্নয়নের কারিগর,

🎓আইনের ছাত্র হতেন বিচার বিভাগের চালিকা শক্তি,

🎓বিজ্ঞানীরা গবেষণায় থাকতেন,

🎓পুলিশ হতেন সমাজবিজ্ঞান বা আইন বিষয়ে দক্ষ ব্যক্তিরা

📌চাকরি পেতে গিয়ে যার যা পড়াশোনা, তা যেন একরকম অপ্রাসঙ্গিক হয়ে যায়—এটা জাতির জন্য বিপজ্জনক

সমাধান?

👉ডিগ্রি-সংশ্লিষ্ট চাকরি নিশ্চিত করা,

👉খাতভিত্তিক ক্যাডার ব্যবস্থা চালু করা,

👉মেধাভিত্তিক ও দক্ষতাভিত্তিক মূল্যায়ন চালু করা,

👉এবং শিক্ষা-প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রের মধ্যে সংযোগ স্থাপন করাই হতে পারে একটি কার্যকর পথ

No comments:

Post a Comment

Search

ব্যবস্থাপনা (Management) বিষয়ে উচ্চতর পড়াশোনার জন্য গবেষণা

  আপনি একজন ব্যবস্থাপনা (Management) বিষয়ে উচ্চতর পড়াশোনা  যেমন MBA বা PhD) করতে ইচ্ছুক। এক্ষেত্রে গবেষণার ক্ষেত্র বেছে নেওয়া অত্যন্ত গুর...